Opu Hasnat

আজ ১৯ নভেম্বর সোমবার ২০১৮,

মোরেলগঞ্জে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত বাগেরহাট

মোরেলগঞ্জে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার উপজেলা পর্যায়ে জাতীয় সংগীত পরিবশেন প্রতিযোগীতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। 

মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় সংগীত পরিবশেন প্রতিযোগীতার উদ্ধোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলগীর হুসাইন। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মঞ্জরুল হাছান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, মামুনুর রশিদ, একডেমীক সুপার ভাইজার মো. বাকী বিল্লাহ প্রমুখ।

প্রতিযোগীতা পৌরসভা সহ উপজেলার ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন করে ১৭০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

প্রতিযোগীতায় মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম, ডেউয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২য় ও এইচকে মিস্ত্রিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করেছে।

এছাড়াও একইদিনে মাধ্যমিক পর্যায়েও জাতীয় সংগীত পরিবশেন প্রতিযোগীতা-অনুষ্ঠিত হয়েছে।