Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব ঝিনাইদহ

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব

এসেছে ফাগুন, ফুটেছে পলাশ, ফুটেছে শিমুল। গ্রাম বাংলার চিরচেনা এই ঐতিহ্যকে লালন করার লক্ষ্যে ফাল্গুনের ২য় দিনে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল দিন ব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে আয়োজন করা হয় এ উৎসবের। সকালে পিঠা উৎসবের উদ্বোধন করেন লেডিস ক্লাবের সভাপতি দিলরুবা করিম। এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা: জাহিদ আহমেদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিঠার স্টলগুলো পুলি, ভাপা, পাটি সাপটা, চিতই, নকশি, ম্যারা, লবঙ্গ লতিকা, সুজির বরফি, ঝিনুক পিঠা, রাজশাহীর ঐতিহ্যবাহী কালাইরুটিসহ হরেক রকমের পিঠা প্রদর্শণ করা হয়। পিঠা স্টলগুলোতে দর্শকদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।