Opu Hasnat

আজ ১৫ আগস্ট বুধবার ২০১৮,

চুয়াডাঙ্গায় ক্রীড়া ও সাংকৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ক্রীড়া ও সাংকৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চুয়াডাঙ্গার দামুড়হুদা ওদুদশাহ ডিগ্রি কলেজে দুই দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ চত্বরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
     
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের আযোজনে কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান।
      
বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদুল ইসলাম। 

কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানের শুরতে পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অতিথি বৃন্দু।
      
অনুষ্ঠান শেষে মশাল প্রজলন করে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি।

এসময় আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি কলেজ পরিচালনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, আশরাফুল আলম, ইমতিয়াজ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মখলেছুর রহমান প্রমুখ।