Opu Hasnat

আজ ১৬ ফেব্রুয়ারী শনিবার ২০১৯,

সমাজসেবী ডাঃ মধুসুদন চৌধুরী আর নেই সুনামগঞ্জ

সমাজসেবী ডাঃ মধুসুদন চৌধুরী আর নেই

মুক্তিযুদ্ধের একজন নিবেদিত সংগঠক সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা, জনসেবামূলক কাজে যার সব সময় বিরাট অবদান ছিল সেই  ডাঃ মধুসূদন চৌধুরী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসভবণে পরলোক গমণ করেন। মৃত্যুর আগে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার স্বাস্থ্যর অবনতি হলে তাকে গত ২রা ফেব্রুয়ারী নিজ বাসায় নিয়ে আসা হয়।  উনার আদি নিবাস ছিল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে।

এরপর গত ১১ ফেব্রুয়ারী রাত ১১টা ১০ মিনিটে নবীনগরস্থ নিজ বাসভবণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫) । তিনি মৃত্যুকালে স্ত্রী, ৫ মেয়ে ও ২ ছেলে আত্মীয় স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে যান। গত ১২ ফেব্রুয়ারী শহরের ধোপাখালীস্থ শ্মশানঘাটে তার অন্তিষ্টিক্রীয়া সম্পন্ন হয়। আগামী ২৩ ফেব্রুয়ারী শহরের নবীনগরস্থ তার নিজ বাসভবণে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি সারাজীবন সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের আর্ত মানবতার সেবায় একজন ডাক্তার হিসেবে নিজেকে উৎসর্গ করেছেন।

এই বিভাগের অন্যান্য খবর