Opu Hasnat

আজ ১৬ ফেব্রুয়ারী শনিবার ২০১৯,

দুর্গাপুরে শুদ্ধ জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা নেত্রকোনা

দুর্গাপুরে শুদ্ধ জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শুদ্ধ ভাবে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঙ্গলবার সকাল থেকে ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আখতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিন, সাংবাদিক তোবারক হোসেন খোকন প্রমুখ। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ প্রথম স্থান অধিকার করেছে।

সরকারের এ উদ্দ্যেগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, শুদ্ধ শিক্ষার কোন বিকল্প নাই, উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা বাড়াতে শিক্ষকদের আহবান জানান।