Opu Hasnat

আজ ২৬ মে শনিবার ২০১৮,

রাজবাড়ীতে বসন্ত উৎসব রাজবাড়ী

রাজবাড়ীতে বসন্ত উৎসব

“ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বসন্ত উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে কর্মজীবি কল্যান সংস্থা ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বসন্ত উৎসবের আয়োজন করে।

বসন্ত উৎসবে ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এবিএম মনজুরুল আলম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু, এটিএম রফিক উদ্দিন, শামীমা আক্তার মুনমুন প্রমুখ।

এ সময় রং বে রংয়ের ফুলে সজ্জিত হয়ে বসন্ত উৎসব উপভোগ করেন ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।