Opu Hasnat

আজ ২২ জানুয়ারী মঙ্গলবার ২০১৯,

পাইকগাছা হাসপাতালের ডাঃ প্রভাত কুমার দাশ চাকুরী জীবনের ইতি টানলেন খুলনা

পাইকগাছা হাসপাতালের ডাঃ প্রভাত কুমার দাশ চাকুরী জীবনের ইতি টানলেন

পাইকগাছা উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ ১২ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত ছিল তাঁর সরকারী চাকুরী জীবনের শেষ কর্মদিবস। ৩১ বছর ১ মাস ২১ দিন দীর্ঘ কর্ম জীবনের ইতি টেনে তিনি প্রিয় জন্ম স্থান উপজেলার কাটিপাড়া গ্রামসহ এ এলাকার মানুষের স্বাস্থ্য সেবা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। বিদায়ী ডাঃ প্রভাত কুমার দাশ ২১/১১/১৯৮৫ তারিখে চিকিৎসা পেশায় সরকারী চাকুরীতে যোগদান করে ৪ বছর পর্যন্ত ফরিদপুর, ডুমুরিয়া, কালীগঞ্জ ও কয়রায় দায়িত্ব পালনের পর সরকারী চাকুরী জীবনে এ পেশায় মেডিকেল অফিসারসহ সর্বশেষ ০৮/১১/২০১৫ তারিখে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হিসেবে পূরো সময়টা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব পালন করে বিদায় নিলেন। তিনি উপজেলার কাটিপাড়া গ্রামের প্রয়াত মনোরঞ্জন দাশের ছেলে। তাঁর মায়ের নাম লক্ষী রাণী দাশ। ৫ ভাই ও তিন বোনের মধ্যে ডাঃ প্রভাত মেঝ। 

থেমে যাওয়া দীর্ঘ কর্ম জীবনের ইতি ও অবসর জীবন প্রতিটি সম্বন্ধে জানার চেষ্টা করা হলে ডাঃ প্রভাত কুমার দাশ বলেন, সরকারী চাকুরী জীবনে এ পর্যন্ত এলাকার মানুষের সাধ্যমত স্বাস্থ্য সেবা দিয়ে এসেছি এবং মুক্ত জীবন অবসরে জন্মস্থান ও এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।