Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

সিরাজদিখানে ফায়ার সার্ভিসের মহড়া ও শীত বস্ত্র বিতরণ মুন্সিগঞ্জ

সিরাজদিখানে ফায়ার সার্ভিসের মহড়া ও শীত বস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশ এবং জাগরণী সংসদ আয়োজিত ডা. ক্যাপ্টেন (অব) মাসউদুর রহমান (প্রিন্স) এর রোগমুক্তির উপলক্ষ্যে শীত বস্ত্র বিতরণ, দোয়া মাহ্ফিল ও ফায়ার সার্ভিস মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার জাগরণী সংসদ খেলার মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান টয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক, প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন লে. কর্ণেল এস. এম জুলফিকার রহমান। 

এ সময় শীত বস্ত্র বিতরণ, দোয়া মাহফিলসহ মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মোস্তফা মহসিনের নেতুত্বে ফায়ার ফাইটারের একটি দল আগুন নিয়ন্ত্রণ, আহতদের প্রাথমিক চিকিৎসাসহ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এবং ফায়ার সার্ভিস মহড়া প্রদর্শণ করেন।

এ সময় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার তেরেসা সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মাহামুদুর রহমান (টিপু), কানাডা প্রবাসী আশরাফুল ইসলাম বাদল, কে বি ডিগ্রী কলেজের অধক্ষ্য সামছুল হক হাওলাদার, বিশিষ্ঠ সমাজ সেবক মো. হাসিনুর রহমান (হেনরি), আমেরিকান প্রবাসী আকরাম হোসেন বিপ্লব, মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মীর আহমেদ আলী টুটুল, জাগরণী সংসদের সাবেক সভাপতি এড. ফরিদ হোসেন ভূইয়া প্রমুখ।