Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল রাজনীতি

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

পূর্ব ঘোষনা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। নেতৃত্ব দিয়েছেন দলটির সিনিয়র নেতারা।
 
আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকারম থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দৈনিক বাংলা, ফকিরাপুর, নয়াপল্টন বিএনপির কার্যালয় হয়ে নাইটেঙ্গেল মোড়ে এসে শেষ হয়।
 
বিএনপির এই কর্মসূচিকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নাইটেঙ্গেল মোড়ে এসে বিক্ষোভ শেষ হলে কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে বলে দাবি করেছে বিএনপি।
 
মিছিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ,  যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন।
 
একই দাবিতে আগামীকাল শনিবার দেশব্যাপী প্রতিবাদ সভা করার ঘোষণাও দিয়েছে বিএনপি।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পর দেয়া কর্মসূচি অনুযায়ী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও বিক্ষোভ চলে। জুমার নামাজের পরপর রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি মিছিল ফকিরাপুল হয়ে নয়া পল্টনের দিকে যায়।
 
খালেদা জিয়ার মুক্তি চেয়ে দলের শান্তিপূর্ণ মিছিল থেকে আটকের ঘটনা প্রসঙ্গে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, জানমালের নিরাপত্তা দিতে আমরা সবকিছু করছি।