Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দূর্নিতীর মামলায় খালেদার সাজা হওয়ায় মাগুরায় আনন্দ মিছিল মাগুরা

দূর্নিতীর মামলায় খালেদার সাজা হওয়ায় মাগুরায় আনন্দ মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামালের দূর্ণীতি মামলায় সাজা হওয়ায়  আজ মাগুরার মহম্মদপুরে মিছিল সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান এর নেতৃত্বে মিছিলে উপজেলা ছাত্রলীগ নেতা বিপ্লব, আহবায়ক বিপ্লব হোসেন, যুবলীগ নেতা ঈদুল শেখসহ , কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামালসহ খালেদা জিয়ার সাজায় সন্তোষ প্রকাশ করে বলেন- এ রায় থেকে প্রামাণ হলো বাংলাদেশে অপরাধ করে কেউ পার পাবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। সকল অপরাধীরাই ক্রমান্বয়ে আইনের আওতায় আসবে। ১৯৯৪ সালে মাগুরা মার্কা নির্বাচন করে কাজী কামাল-খালেদা গং যে অপকর্মের সূচনা করেছিল। এ রায়ের ফলে ওই অপকর্মের সাম্রাজ্যে ধ্বস শুরু হলো।

উল্লেখ্য, মাগুরা ২ আসনের ৫ বারের সংসদ সদস্য এ্যাড আসাদুজ্জামানের মৃত্যুর পর ১৯৯৪ সালে মাগুরা-২ আসনের উপনির্বাচনে কাজী সালিমুল হক কামালকে নির্বাচিত করাতে তৎকালিন ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল। এই নির্বাচনের জের ধরে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের ব্যাপক আন্দোলনের ফলে পরবর্তীতে দেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আসে।