Opu Hasnat

আজ ১৫ আগস্ট বুধবার ২০১৮,

জবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন শিক্ষা

জবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের নবগঠিত ২২ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহীর কাটাখালি থানার মিনারুল ইসলাম, তিনি বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজশাহীর তানোর থানার মাসুদ রানা শিকদার, তিনি বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ রানা শিকদার বলেন, ‘জবিতে অধ্যয়নরত রাজশাহী বিভাগের সকল শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভালোবাসাপূর্ন সম্পর্ক বিনির্মাণের লক্ষ্যে আমাদের নবগঠিত কমিটি কাজ করবে। সেইসাথে, জবিতে ভর্তি ইচ্ছুক রাজশাহী জেলা থেকে আগত শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা আমরা নিশ্চিত করার সর্বাধিক চেষ্টা করবো।’

উল্লেখ্য, সংগঠনটির সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান কমিটির মেয়াদকাল পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।