Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

চরভদ্রাসনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন ফরিদপুর

চরভদ্রাসনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে তিল, মুগ বীজ ও সার বিতরন করা হয়। মঙ্গলবার সকাল এগারটায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি পূনর্বাসন ও প্রনোদনা কর্মসূচী-২০১৭-১৮ এর আওতায় উপজেলার ৩০৫ জন কৃষককের মাঝে এ  উপকরন বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, ফরিদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর অ: উপ পরিচালক মো: নূরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কাউসার হোসেন, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়রুল করিম, মোতালেব হোসেন মোল্যা ও বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগন।

জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, ২৫০ কৃষককের মধ্যে প্রতিজনকে  ১ কেজি করে তিল  বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৬৫ জনকে ৫ কেজি করে মুগ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।