Opu Hasnat

আজ ১৮ জানুয়ারী শুক্রবার ২০১৯,

একুশে বইমেলায় বেলীন্দা তুরকান শাহ্’র ‘অস্তিত্ব ভালোবাসায়’ শিল্প ও সাহিত্য

একুশে বইমেলায় বেলীন্দা তুরকান শাহ্’র ‘অস্তিত্ব ভালোবাসায়’

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে বেলীন্দা তুরকান শাহ্ এর কবিতার বই ‘অস্তিত্ব ভালোবাসায়’। বইটি প্রকাশ করেছে বাংলার প্রকাশন।

‘অস্তিত্ব ভালোবাসায়’ কবিতার বইটিতে ৫৮টি কবিতা স্থান পেয়েছে। প্রেম-ভালোবাসা-অভিমান-নস্টালজিয়া আর দেশপ্রেমের কথা দিয়ে সাজানো বইটি সব বয়সের সবার জন্য প্রযোজ্য। সময় যেখানে বারবার অসময়ের পানে ছোটে তখনই বইকে আঁকড়ে ধরে বাঁচার আকুতিতে লেখা হয়ে যাওয়া কিছু শব্দমালা বইয়ের মলাটে আটকা পড়েছে পরম মমতায় আর এই মমতার নাম- ‘অস্তিত্ব ভালোবাসায়’।

একুশে বইমেলায় বাংলার কবিতাপত্রের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। স্টল নং-৬৮, লিটল ম্যাগ চত্বর (বাংলা একাডেমীর ভিতরে) এবং সোহরাওয়ার্দী উদ্যান ষ্টল ৬৮১। বইটির মূল্য : ১৬০ টাকা