Opu Hasnat

আজ ১৫ আগস্ট বুধবার ২০১৮,

আনকাট সেন্সর সার্টিফিকেট পেলো 'পাষাণ' বিনোদন

আনকাট সেন্সর সার্টিফিকেট পেলো 'পাষাণ'

আনকাট সেন্সর সার্টিফিকেট পেলো বিদ্যা সিনহা মিম অভিনীত ও নির্মাতা সৈকত নাসির পরিচালিত ছবি 'পাষাণ'। ছবিটিতে মিমের বিপরীতে রয়েছেন কলকাতার নায়ক ওম। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সৈকত নাসির বললেন, 'সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন। যার ফলে তাঁরা ছবিটিকে আনকাট সেন্সর সার্টিফিকেট দিয়েছেন। এতে আমরা 'পাষাণ' টিম উচ্ছ্বসিত। আশা করছি দর্শকরাও ছবিটি দেখে উপভোগ করবেন। জানা গেছে, আগামী মার্চ মাসেই ছবিটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছবিটিতে মিম-ওম ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শিমুল খান, বিপাশা কবির প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।