Opu Hasnat

আজ ১৫ আগস্ট বুধবার ২০১৮,

ওপারে চন্দ্রাবতী পরীমণি বিনোদন

ওপারে চন্দ্রাবতী পরীমণি

পরীমণি চুক্তিবদ্ধ হলেন রফিক সিকদার পরিচালিত নতুন ছবি 'ওপারে চন্দ্রাবতী'তে। ছবিটির নায়ক হিসেবে এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। নতুন এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমণি বললেন, 'ভাল গল্পের ছবিতে কাজ করার ইচ্ছাতো সবারই থাকে। এই ছবিটির গল্প দারুণ। আর চিত্রনাট্যও দারুণ হয়েছে। আশা করছি ছবিটি দর্শকদের ভাল লাগার একটি ছবি হবে।'

ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক রফিক সিকদার নিজেই।