Opu Hasnat

আজ ১৯ জানুয়ারী শনিবার ২০১৯,

একুশে বইমেলায় রশীদ নিউটনের একগুচ্ছ বই শিল্প ও সাহিত্য

একুশে বইমেলায় রশীদ নিউটনের একগুচ্ছ বই

একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে রশীদ নিউটনের ১১টি বই। আদিগন্ত ও শিশুপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে শিশুতোষ গল্পগ্রন্থ ‘খরগোশ ও হরিণছানা’, ‘পাখির ঘরে ব্যাঙের বাসা’, ‘অকৃতজ্ঞ বন্ধুর সাজা’, ‘বক ও মাছরাঙার যুদ্ধ’,  এবং ছড়াগ্রন্থ  ‘পিঁপড়ে রাজার বিয়ে’। নলেজ ভিউ প্রকাশনা থেকে দুটি শিশুতোষ গ্রন্থ ‘ছানাপোনার গল্প’, এবং ‘ড্রাগন ও ডাইনোসর’। বিজয় প্রকাশ থেকে চারটি শিশুতোষ গ্রন্থ ‘মৎসখুকির নতুন বন্ধু’, ‘ভাল্লুকবাড়ি’, ‘তিন বন্ধুর মজার গল্প’ ও ‘এক কার্টন জোকস্’। 

সবগুলো বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন রশীদ নিউটন নিজেই। এছাড়াও পূর্বে প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে মেলায় পাওয়া যাচ্ছে রশীদ নিউটনের লেখা ও আঁকায়- ঝিঙেফুল থেকে প্রকাশিত, ‘তিন চাকার গল্পগাড়ি’, ‘কচ্ছপ ও শামুকবন্ধু’, ‘জাদুর পেন্সিল’, ‘আজব দেশের হাতছানিতে’, আদিগন্ত ও শিশুপ্রকাশ থেকে প্রকাশিত ‘পঙ্খিরাজে পরির দেশে’, ‘মিনুর বেড়াল মিনি’, ‘মিনিবেড়াল ও কুকুরছানা’। ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত ‘ছড়ার বৃষ্টি অঝোর ধারায়’, ‘ততুলের তিন বন্ধু’, ‘মন্টিদেও ফুলবাগান ও ফুলপরি’ এবং জনতা প্রকাশ থেকে প্রকাশিত ‘ডাইনোসর’। লেখক : সাংবাদিক, নাট্যকার ও শিশুসাহিত্যিক