Opu Hasnat

আজ ২২ জানুয়ারী মঙ্গলবার ২০১৯,

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৯০ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৯০ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৯০ জন শরণার্থীর মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।

এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া তিনজন জানিয়েছেন, ডুবে যাওয়াদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক।

তবে নৌকাডুবিতে নিহত ও বেঁচে যাওয়াদের মধ্যে লিবিয়ার নাগরিকরাও আছে বলে জানিয়েছেন বিবিসি’র উত্তর আফ্রিকা বিষয়ক সংবাদদাতা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার সাগর তীরে দশটি মৃতদেহ ভেসে আসার খবর পেয়েছে তারা।

আইওএম এর মুখপাত্র বলেছেন, বিপজ্জনকপথে ইতালিতে পাড়ি জমানো শরণার্থীদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যা ক্রমেই বাড়ছে।

বিবিসির উত্তর আফ্রিকা প্রতিনিধি রানা জাওয়াদ বলেন, নৌকাডুবির ঘটনায় লিবিয়ার নাগরিক থাকাটা সচরাচর ঘটে না। নিজ দেশ থেকে বিপজ্জনক ও অবৈধ পথে লিবিয়ার নাগরিকদের পাড়ি জমানোর ঘটনা ঘটে খুব কমই।