Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

খালেদার উপস্থিতিতে জিয়া চ্যারিটেবল মামলার যুক্তিতর্ক শুরু আইন ও আদালত

খালেদার উপস্থিতিতে জিয়া চ্যারিটেবল মামলার যুক্তিতর্ক শুরু

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ থেকে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে।

এর আগে ১১টা ১০ মিনিটে গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হন বলে জানিয়েছিলেন চেয়ারপারসনের মিডিয়া উইংস সদস্য শামসুদ্দিন দিদার।

জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এসময় খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান, এ জে মোহাম্মদ আলীসহ বিএনপির নেতারা উপস্থিত রয়েছেন।

খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে অন্যান্য দিনের তুলনায় আদালত ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ র‌্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া আদালতের প্রধান ফটকে স্ক্যানার বসিয়ে তল্লাশি করে ভেতরে ঢোকানো হচ্ছে।