Opu Hasnat

আজ ১৮ জানুয়ারী শুক্রবার ২০১৯,

দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকান্ড : নিহত অন্তত ৪১ আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকান্ড : নিহত অন্তত ৪১

ভয়াবহ অগ্নিান্ডে দক্ষিণ কোরিয়ায় একটি হাসপাতালে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ২৭০ কিলোমিটার দূরে মিরিয়ং শহরের সেজুং হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
হৃদরোগের চিকিৎসার জন্য বিশেষায়িত এ হাসপাতালের জরুরি বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
 
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই হাসপাতাল এবং পাশের নার্সিং হোমে দুই শতাধিক রোগী ভর্তি ছিলেন। তাদের অধিকাংশকেই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। 
 
মিরায়াং শহরের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান চই মান-উ বলেন, ‘হাসপাতাল ও নার্সিং হোম- দুই জায়গাতেই হতাহতের ঘটনা ঘটেছে। কয়েকজনের মৃত্যু হয়েছে অন্য হাসপাতালে নেওয়ার পথে।’ 
 
অগ্নিকাণ্ডে ৬০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।
 
জেসিওন শহরের একটি সরকারি জিমন্যাসিয়ামে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহতের মাসখানেক পর মিরায়াংয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটল। 
 
২০০৮ সাল থেকে কার্যক্রম চালিয়ে যাওয়া সেজং হাসপাতালটিতে প্রায় ৩৫ জন চিকিৎসাকর্মী কাজ করেন বলে সাউথ গিয়ংসাং প্রদেশের কর্মকর্তারা জানান। 
 
ঘটনাস্থলের ছবিতে রোগীদের সরিয়ে নেওয়ার পাশাপাশি হাসপাতাল ভবনের চারপাশে গাঢ় ধূসর ধোঁয়া দেখা গেছে। 
 
দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কেবল নার্সিং হোম থেকেই ৯৩ রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
 
ঘটনার পর প্রেসিডেন্ট মুন জায়ে ইন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বলে তার মুখপাত্র ছেয়ং ওয়া দায়ে জানিয়েছেন।