Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর সোমবার ২০১৯,

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত ব্রাহ্মনবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন। এঘটনায় ৬ পুলিশ আহত হয়েছেন।

আজ (২১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার শাহাবাজপুর দেওড়া সড়কে এ ঘটনা ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুফিজউদ্দিন ভূঁইয়া জানান,  ওই এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তি অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তাদের নামে ব্রাহ্মণবাড়িয়া সদর ও লাখাই থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় এএসপি সার্কেল, ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।