Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

বাউল সাধক খোদাবকশ শাহের ২৮তম মৃত্যুবার্ষিকীতে স্মরণোৎসব চুয়াডাঙ্গা

বাউল সাধক খোদাবকশ শাহের ২৮তম মৃত্যুবার্ষিকীতে স্মরণোৎসব

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুরে বরেণ্য বাউল সাধক একুশে পদকপ্রাপ্ত খোদাবকশ শাহের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুদিনব্যাপী স্মরণোৎসব শুরু হয়েছে । 

রবিবার ১২টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও বাউল গানের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুদিনের এই উৎসবকে ঘিরে খোদাবকশ শাহের সমাধি চত্বরে দেশ বিদেশ থেকে আসা বাউলদের  সমাগম ঘটেছে, বসেছে গ্রামীণ মেলা। সোমবার  দুদিনের এই উৎসব শেষ হবে।

খোদা বকশ সাঁঈ স্মৃতি সংসদ ও তার অগণিত ভক্ত অনুরাগীরা প্রতিবছরই তার জন্ম ও মৃত্যুদিন পালন করে আসছে। তিনি জীবদ্দশায় ৯৫০টি গান রচনা করেন।