Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ভারতে কারাভোগের পর ২ বাংলাদেশী শিশু ফেরত চুয়াডাঙ্গা

ভারতে কারাভোগের পর ২ বাংলাদেশী শিশু ফেরত

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোষ্ট সীমান্ত দিয়ে সূর্য প্রতাপ (১৪) ও নিত্যনন্দন বিশ্বাস ওরফে অনীল বিশ্বাস (১৬) নামে দুই বাংলাদেশী শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশী বিজিবির কাছে ফেরত দিয়েছে। রবিবার দুপুর ১ টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়। ফেরতকৃত সূর্য প্রতাপ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বাবলাতলা গ্রামের সুরুজ হালদারের ছেলে ও নিত্যনন্দন নড়াইল জেলার কালিয়া উপজেলার সুমারতলা গ্রামের ঠাকুর বিশ্বাসের ছেলে। 

দর্শনা চেকপোষ্ট ইমিগ্রেশন ইনচার্জ এস আই এস এম আব্দুল হালিম জানান, গত ২০১৬ সালে ০৬ জুলাই সকালে বেনাপোল সীমান্ত দিয়ে দালালচক্রের মাধ্যমে অবৈধ পথে সূর্য প্রতাপ ও নিত্যনন্দন বিশ্বাস ভারতে প্রবেশ করে। এরপর ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদেরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কেষ্টনগর সেফহোমে রাখার নির্দেশ দেন। দীর্ঘ দেড় বছর কারাভোগের পর রবিবার দুপুরে তাদেরকে ফেরত দেয় বিএসএফ। 

দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন জানান, ফেরতকৃত দুই শিশুকে আজই তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।