Opu Hasnat

আজ ২২ সেপ্টেম্বর শনিবার ২০১৮,

ফেনীতে বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭ ফেনী

ফেনীতে বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭

ফেনীর মাইজদী সড়কের দাগনভূঁইয়া উপজেলার বেকের বাজার নামক স্থানে সিএনজি, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
 
শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকেএ ঘটনা ঘটে।
 
দাগনভূঞা থাকার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হন। 

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বাস চালক মো হানিফ (৬৩) ও যাত্রী ভোলার আবুল কালাম (৪০)। বাকিদের পরিচয় জানা যায়নি। 

স্থানীয় উদ্ধারকাজে অংশগ্রহনকারীরা জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।