Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কিশোরগঞ্জের ভৈরবে ২টি নকল মধুর কারখানা আবিস্কার কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের  ভৈরবে ২টি নকল মধুর কারখানা আবিস্কার

উবায়েদ রনি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার ভৈরবে ২টি নকল মধু তৈরির কারখানার সন্ধ্যান পেয়ে র‌্যাব-১৪ আভিযান চালায়।

বুধবার রাতে ভৈরব শহরের কমলপুর নিউটাউন এলাকায় মফিজুল মিয়া ও ফারুক মাষ্টারের বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব কারখানা দুটির সন্ধান পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ পরিচালিত ভ্রাম্যমান আদালত এ কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সূত্র থেকে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার ও উপ-পরিচালক মেজর শেখ নাজমুল আরিফিনের নেতৃত্বে ভৈরব শহরের কমলপুর নিউটাউন এলাকায় মফিজুল মিয়া ও ফারুক মাষ্টারের বাড়িতে গড়ে উঠা দুটি নকল মধু তৈরির কারখানায়অভিযান চালিয়ে ১০ ব্যাক্তিকে আটকসহ ২০০ লিটার মধু জব্দ করেন।

১০ জনের মধ্যে দুইজন অসুস্থ ও ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ জানান, র‌্যাবের অভিযানে আটকের পর  ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ আইনের আওতায় আটককৃতদের কারাদন্ড দেওয়া হয়। ধ্বংস করা হয়েছে আটক দুইশত লিটার ভেজাল ও নকল মধু। মধু তৈরির সরঞ্জামসহ কারখানা দুটিকে সীলগালা করা হয়েছে।