Opu Hasnat

আজ ৩০ মে শনিবার ২০২০,

সাংবাদিকদের প্রতিবাদের মুখে পন্ড হল কিশোরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন কিশোরগঞ্জ

সাংবাদিকদের প্রতিবাদের মুখে পন্ড হল কিশোরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

উবায়েদ রনি, কিশোরগঞ্জ : অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে সারাদিনব্যাপী প্রতিরোধের মুখে পন্ড হয়েছে ১৯৬৬ সালের প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ।

শনিবার (২৩ ডিসেম্বর) কিশোরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারিত ছিল। দীর্ঘ দিন যাবৎ প্রকৃত সাংবাদিকরা কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বের দূর্নীতি ও অনিয়মসহ অপসাংবাদিকদের দৌরাত্মের প্রতিবাদ জানিয়ে আসছিলেন। 

সকল সাংবাদিকদের সদস্যপদ প্রদানসহ সাংবাদিকবান্ধব প্রেসক্লবের দাবিতে দীর্ঘদিন যাবৎ সভা, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন কওে আসছিলেন। শনিবার নির্বাচনের দিন সাংবাদিকরা কিশোরগঞ্জ প্রেসক্লাবে অবস্থান কর্মসূচিগ্রহণ করে। প্রেসক্লাবে নির্বাচন ও সাংবাদিকদের অবস্থান কর্মসূচির কারনে জেলা শহরে দেখা দেয় ব্যাপক উত্তেজনা। অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রেসক্লাব ও এর আশে পাশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যাক পুলিশ সদস্য । 

কর্মসূচির অংশ হিসাবে এদিন দুপুর ১২টায় বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবে প্রবেশ কওে বিভিন্ন ফটকে তালাবদ্ধ কওে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেল ৪ টায় নির্ধারিত বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে প্রেসক্লাবের বর্তমান কমিটির নেতারা প্রেসক্লাব প্রাঙ্গনে এসে সাংবাদিকদেও প্রতিরোধের সম্মুখীন হন। এ সময় দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা শুরু হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীদের চাপের মুখে কিছুক্ষণ পর প্রেসক্লাবের নেতারা সেখান থেকে চলে যায়। এর ফলে পূর্ব নির্ধারিত নির্বাচনের ভোটগ্রহণ সন্ধ্যা ৬ টায় আর শুরু করা যায়নি।  রাত আনুমানিক ৮ টার দিকে নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়।
 
এ ব্যাপাওে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আজিজুল হক জানান, অনূকুল পরিস্থিতি না থাকায় নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে।   

এই বিভাগের অন্যান্য খবর