Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ফরিদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাভোকেসী ও প্লানিং সভা স্বাস্থ্যসেবাফরিদপুর

ফরিদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাভোকেসী ও প্লানিং সভা

আগামি ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দিবস এর ২য় রাউন্ড সফলভাবে পালনের লক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পৌরসভার কনফারেন্স রুমে এ্যাভোকেসী ও প্লানিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথুর সভাপতিত্বে এ্যাভোকেসী ও প্লানিং সভায় আলেচনায় অংশ নেন পৌর সচিব তানজিলুর রহমান, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম বাদল, স্যানিটারী ইন্সপেক্টর লিপাবেগম, পানি তত্ত্বাবধায়ক মোস্তফা ইকবাল হোসেন, হেলথ সুপার ভাইজার এনা খানম, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাগির্স জাহান, জেবা নাসরিন, নোহানা নাসরিন, কবিরুল আলম, এএফডাব্লউএ কর্মকতা একেএম জিয়াউর রহমান ও রুবিয়া বেগম। 

সভায় জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর ফরিদপুর পৌরসভার ৮৬ টি কেন্দ্রে ১২থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ৫শত ৬৫ জন শিশুকে লাল রং এর ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও ৬ থেকে ১১মাস বয়সী ৪ হাজার ৯৬ জন শিশুকে নীল রং এর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এই বিভাগের অন্যান্য খবর