Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

জেএসসি-জেডিসির ফল ৩০ ডিসেম্বর শিক্ষা

জেএসসি-জেডিসির ফল ৩০ ডিসেম্বর

আগামী ৩০ ডিসেম্বর ঘোষনা করা হবে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল। এ বছর উভয় পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

ওই দিন এই দুটি পাবলিক পরীক্ষার ফল একযোগে প্রকাশ হবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

রেওয়াজ অনুযায়ী, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী।

পরে সচিবালয়ের সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ২০১৮ সালের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচিও উদ্বোধন করবেন বলে জানান নাহিদ। এদিকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

গণশিক্ষা মন্ত্রণায়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশ করতে চান তারা। প্রধানমন্ত্রী যে দিন সময় দেবেন, ওই দিনই ফল প্রকাশ করা হবে।