Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

কবি সমরেশ দেবনাথের ‘নিম ও তাপযন্ত্র’ শিল্প ও সাহিত্য

কবি সমরেশ দেবনাথের ‘নিম ও তাপযন্ত্র’

কবি সমরেশ দেবনাথের নতুন কবিতার বই ‘নিম ও তাপযন্ত্র’ প্রকাশিত হয়েছে। কবির এ কবিতাগুলো বাংলা কবিতায় নতুন জাগরণ তোলার ইঙ্গিতবহ। নতুন বাস্তবতা উপস্থাপনায় কবির দক্ষতা রয়েছে। নতুন সমাজ ও বাস্তবতাকে দর্শন, ভাষা-শৈলী, ব্যঞ্জনা, প্রতীক ও ব্যঙ্গচিত্রের মাধ্যমে কবি তাঁর কবিতায় নান্দনিক শিল্পে রূপ দিয়েছেন। এ কাব্যে বাংলা কবিতাকে বহুদিন পর এক ধাক্কায় খানিকটা বদলে দেবার ক্ষমতা প্রদর্শিত হয়েছে! 

বইটিতে বহু স্মরণযোগ্য বাক্য রয়েছে। যেমন- নিম ও নীলকণ্ঠ কবিতায় :
 
জমি চাষে কী উঠেছে?
ফসল ও শিশা!
ফসল কারা নিয়েছে? মহাজন!
শিশা কে নেবে?
ক্ষেত মজুর ও কবির দল!
নিম গাছ কাটা হয়েছে;
তেল কে নিয়েছে? ধনিক সকল!
তেতো কে নেবে?
-কবির দল! 

অগ্নিঝরা মে মাসে সমরেশ দেবনাথের ‘নিম ও তাপযন্ত্র’ প্রকাশিত হয়েছে। কবিতার সিরিয়াস পাঠকদের ভেতর উত্তাপ সৃষ্টি করবে বইটি। কবিদেরও আলোড়িত করবে। 

বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান চিত্রকথা। রাজধানীর শাহবাগ আজিজ মার্কেটের বইয়ের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। মূল্য ৫০ টাকা।