Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

মোঃ জহিরুল হোসাইন খান নাছিম এর কবিতা- ‘‘তাজমীম তুমি’’ শিল্প ও সাহিত্য

মোঃ জহিরুল হোসাইন খান নাছিম এর কবিতা- ‘‘তাজমীম তুমি’’

‘‘তাজমীম তুমি’’
----মোঃ জহিরুল হোসাইন খান নাছিম

তাজমীম তুমি সুনয়না সুকন্ঠী মনোহরী
কামনার আধার, শুভ্র বিলাসী হে আলোক দিশারী,
কন্ঠে যেমন সুর লহরী
দেখতে তেমনই অপ্সরী।
 
তরঙ্গ যেমন নানান ছন্দে
আছড়ে পড়ে সাগরের তটে
তেমনি আমার দুচোখ, খোঁজে একটু সুখ
তোমার হৃদয়পটে।
 
তোমার ভালবাসা যেমন উম্মুক্ত নীলাকাশ
স্বাধীনতা পাওয়ার অন্য এক স্বাদ,
তোমার হাসি যেমন হাজার কোটি সূর্যরশ্মি
তোমার মলিন মুখ, তেমনি অন্যায়ের প্রতিবাদ।
 
তোমার বুকের আর্তনাদ, হাজারো কোটি মানুষের
ব্যথিত মনের আহাজারী,
তোমার প্রফুল্ল মন, স্বস্তি রাখে সারাক্ষণ
যারা তোমার রূপে গুনে মুগ্ধ হয়ে ভাবে  তুমি স্বপ্নাচারী।
 
হে সুন্দরী বৈচিত্র রূপের অহংকারী
তোমার কোমল স্বরে, পাখ-পাখালির ধ্বনি,
তোমার দুঠোটে গোলাপী আভায় রঞ্জিত বলে
নানান প্রজাতির পতঙ্গ, আনন্দে নিত্ত সারাক্ষনি।
 
হে সুশ্রী যৌবনা, সুনয়না, সুঘ্রাণী কোমলমতি,
তোমার হৃদয়ের অন্তপুরে রেখো আমাকে, সোহাগে আদরে,
বকুল ফুলের  সুবাস ছড়িয়ে ভালবাসা দিয়ে
চিত্ত তোমার আনন্দে উছলে দেব ভরে।