Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

মাগুরায় পাক হানাদার মুক্ত দিবস পালিত মাগুরা

মাগুরায় পাক হানাদার মুক্ত দিবস পালিত

আজ মাগুরা পাক হানাদার মুক্ত দিবস। দিন টি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ শোভা যাত্রার আয়োজন করে। সংসদ সদস্য মেজর জেনারেল (অব) আব্দুল ওহাব আরোচনা ষবায় প্রদান অতিথি ছিলেন। মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা আওয়ামীলীগের সভাতি খান তানজের হোসেন, মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ড, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ  বক্তৃতা করেন। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকবাহিনী ও রাজাকারদের মাগুরা থেকে হটিয়ে মাগুরা কে হানাদার মুক্ত করেছিলো। বক্তাগণ ৭১ সালের সেই ভয়াবহ দিনগুলির স্মৃতি স্মরণ করে বক্তৃতা করেন। সন্ধায় মাগুরা শহরে মোমবাতি প্রজ্জলন করা হয়।