Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

নারী উন্নয়ন ফোরাম নারী সমাজের উন্নয়নে অবদান রাখবে সারাবাংলাদিনাজপুর

নারী উন্নয়ন ফোরাম নারী সমাজের উন্নয়নে অবদান রাখবে

স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক মোঃ আব্দুল মজিদ বলেছেন, নারী উন্নয়ন ফোরাম- ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা পরিষদের নারী জনপ্রতিনিধিদের সচেতনা ও সক্ষমতা বৃদ্ধি এবং তাদের অধিকার রক্ষা এবং নেতৃত্ব বিকাশে প্রতিষ্ঠিত একটি প্লাটফর্ম যা পরিশোধের নারী জনপ্রতিনিধিদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি এলাকার নারী সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

৭ জুন রোববার দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর আওতায় গঠিত “উপজেলা নারী উন্নয়ন ফোরাম” সদস্যদের ২দিনব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক মোঃ আব্দুল মজিদ একথা বলেন।  

সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি হাসমিন লুনা এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, কর্মশালার প্রশিক্ষক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা হুসনে আরা আরজু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোছাঃ কুলসুম বানু নারগিস সহ নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ।