Opu Hasnat

আজ ১ ডিসেম্বর শুক্রবার ২০২৩,

কিশোরগঞ্জে খালে ডুবে শিশুর মৃত্যু কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে খালে ডুবে শিশুর মৃত্যু

হ্যাভ ইন্টান্যাশনালের বালু উত্তোলনের পানি ভর্তি খালে পড়ে গত মঙ্গলবার বিকাল ৩টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের সোনাখুলি গ্রামের আজহারুল ইসলামের মেয়ে আজিমা আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
রনচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছার রহমান বিমান জানান, মেয়েটি ওই খনন কৃত খালের পাশে খেলছিল হঠাৎ পা পিছলে খালে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়। মেয়েটির মৃতদেহ খাল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।