Opu Hasnat

আজ ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার ২০১৯,

লাইফ সাপোর্টে বারী সিদ্দিকী বিনোদন

লাইফ সাপোর্টে বারী সিদ্দিকী

দেশের বরেণ্য সংগীতশিল্পী বারী সিদ্দিকী এখন স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে। গতকাল শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি অচেতন ছিলেন। জানা গেছে, গতকাল সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরে যান। সেখান থেকে রাত ১০টায় বাসায় ফেরেন তিনি। তখনো তিনি স্বাভাবিক ছিলেন। কোনো অসুস্থতার কথা বলেননি। গভীর রাতে হঠাৎ তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। মুহূর্তেই অচেতন হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার দুটি কিডনি অকার্যকর। এছাড়া তিনি বহুমূত্র রোগেও ভুগছেন। বারী সিদ্দিকীর পারিবারিক সূত্রে জানা গেছে, বিগত দুই বছর ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছেন। গত বছর থেকে সপ্তাহে তিন দিন কিডনির ডায়ালাইসিস করছেন তিনি। উল্লেখ্য, বারী সিদ্দিকী শুধুমাত্র একজন সংগীতশিল্পীই নন, একজন গুণী বংশীবাদক হিসেবেও রয়েছে তার আন্তর্জাতিক খ্যাতি।