Opu Hasnat

আজ ৮ মে বুধবার ২০২৪,

শেয়ার কারসাজির দায়ে ২ জনের ৩ বছরের কারাদন্ড অর্থ-বাণিজ্য

শেয়ার কারসাজির দায়ে ২ জনের ৩ বছরের কারাদন্ড

শেয়ার কারসাজির দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ওয়েলডিং ইলেকট্রোডের (বিডি ওয়েলডিং) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল ইসলাম ও ‘ডেইলি ইন্ডাস্ট্রি’ পত্রিকার সম্পাদক এনায়েত করিমকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে উভয়কে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ভবনে স্থাপিত বিশেষ ট্রাইবুনালের বিচারক হুমায়ূন কবীর সোমবার বেলা ১১ টার দিকে এ রায় ঘোষণা করেন।
এ সময় আদালতে উভয় আসামী উপস্থিত ছিলেন। আদেশে বলা হয়, আসামীদের কাছ থেকে অর্থ আদায় হলে ও সরকার চাইলে তা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে বন্টন করতে পারে।
এটি ট্রাইবুনালের দ্বিতীয় রায়। এর আগে ৩ আগস্ট ফেসবুকে শেয়ার কেনা বেচার আগাম মিথ্যা তথ্য প্রচারকারী মাহাবুব সরোয়ারকে ২ বছর কারাদণ্ড দিয়েছিলেন আদালত।
কারাদন্ডপ্রাপ্ত দুইজনকে ট্রাইবুন্যালের অস্থায়ী কারাগারে রাখা হয়েছে। এ সময় এস এম নুরুল ইসলামকে কারাগারে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তার স্ত্রী।
এ দিকে আসামিদেরকে ঢাকা কেন্দ্রিয় কারাগারে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই বিভাগের অন্যান্য খবর