Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

কিশোরগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন হয়রানী; যুবকের জেল কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে স্কুল ছাত্রীকে যৌন হয়রানী; যুবকের জেল

আটক এক বখাটে যুবকের ১৫ দিনের বিনাসশ্র কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। সাজা প্রাপ্ত
বখাটে যুবক ওই উপজেলার চাদখানা ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের সতীশ চন্দ্ররায়ের ছেলে জিল্লুর চন্দ্র রায় (২৫)।কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান কই গ্রামের চটকু চন্দ্ররায়ের নবম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে উক্ত বখাটে যুবক রবিবার বিকালে বাড়ির অদুরে একা পেয়ে যৌন হয়রানী করে। যা মেয়েটির চিৎকারে এলাকাবাসী বখাটে
যুবককে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দেয়। বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট খন্দকার মোঃ নাহিদ হাসান বখাটে
যুবকের স্বীকারোক্তিতে ৫০৯ ধারায় ১৫ দিনের বিনাসশ্র কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত যুবকটিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।