Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মানুষ ন্যায় বিচার না পেলে ছুটে আসে সাংবাদিক সমাজের কাছে শিল্প ও সাহিত্যচট্টগ্রাম

মানুষ ন্যায় বিচার না পেলে ছুটে আসে সাংবাদিক সমাজের কাছে

বিশিষ্ট কবি হেলাল হাফিজ বলেছেন, মানুষ যখন বিচার পায় না, সন্ত্রাসীদের হাতে নিপীড়িত হয়, কারও ছেলে গুম হয় তখন সাংবাদিক সমাজের কাছে ছুটে আসেন।  চতুর্দিকে এত অবক্ষয়ের মাঝেও এখনো মানুষের শেষ ভরসা সাংবাদিকেরা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত দুদিনব্যাপী বই উৎসবের উদ্বোধনকালে এ কথা বলেন। 

ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের আজীবন দাতা সদস্য আহসানুল করিম। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ। 

প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার বলেন, আমরা বিশ্বাস করি, এ বই উৎসব সাংবাদিকদের লেখালেখিতে উৎসাহিত করবে। তিনি বলেন, আগামী দিনে আরও বড় পরিসরে বই উৎসব করব আমরা। কারণ নতুন প্রজন্মকে আলোকিত করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে বই। লেখক-সাংবাদিকেরা জাতির বাতিঘর।

এবার প্রবন্ধ-গবেষণায় মুহাম্মদ শামসুল হক, কথাসাহিত্যে জাহেদ মোতালেব ও শিশুসাহিত্যে আবুল কালাম বেলালকে 'চট্টগ্রাম প্রেসক্লাবের সেরা লেখক-সাংবাদিক সম্মাননা' দেওয়া হয়।

মুহাম্মদ শামসুল হক বলেন, ৪০ বছর আগে সাংবাদিকতায় যুক্ত হই। স্বাধীনতার ইতিহাস বিকৃতি, বিস্মৃতি আমাকে ব্যতিত করে। তাই আমি প্রামাণ্য ইতিহাস নিয়ে লেখালেখি করেছি। আমার প্রবন্ধ, বই সঠিক ইতিহাস জানাতে সহায়ক হরে।

আবুল কালাম বেলাল বলেন, ছোটবেলায় আলো ধরার খেলায় মেতেছিলাম। এখন জ্ঞানের আলো ধরার চেষ্টা করছি আমি। আমার এ পুরস্কার সব শিশুসাহিত্যিককে উৎসর্গ করছি। জাহেদ মোতালেব বলেন, পুরস্কার সব সময় অনুপ্রাণিত করে।

উদ্বোধন পর্বে 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে', 'আমি কান পেতে রই' রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন কান্তা দে ভৌমিক। উচ্চারক আবৃত্তিকুঞ্জ পরিবেশন করে 'চিরকালের প্রমিথিউস'। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বই  উৎসব পরিষদের আহ্বায়ক ও প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ।