Opu Hasnat

আজ ২৪ ফেব্রুয়ারী শনিবার ২০১৮,

ব্রেকিং নিউজ

২য় নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল উৎসব তথ্য ও প্রযুক্তি

২য় নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল উৎসব

আগামী ১৭ নভেম্বর থেকে নটরডেম বিশ্ববিদ্যালয় এ শুরু হচ্ছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল উৎসব। বরাবরের মত এবারও থাকছে নটরডেম কম্পিউটার ক্লাব এর দিক নির্দেশনায় আন্তঃ এবং অন্তঃপর্ব।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তথেকে নিজেদের দক্ষতা প্রমাণ করতে আসছে অনেকগুলো দল। তারা লড়বে প্রোগ্রামিং প্রতিযোগিতায়। সকাল ৯টায় উদ্বোধন হয়ে পর্দা উঠবে এই উৎসব এর। এছাড়াও অন্তঃ পর্বে আছে গণিত এবং পদার্থ অলিম্পিয়াড, প্রকল্প প্রদর্শনী, তথ্য ও প্রযুক্তি প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, আইডিয়া প্রদর্শন, গুপ্তধন শিকার। অন্তঃ পর্ব ১৮ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২১ নভেম্বর। ২৩ নভেম্বর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি হবে এই উৎসবের। 

আন্তঃ পর্বের আরও একটি প্রতিযোগিতা হ্যাকাথন ১০ নভেম্বর সকাল ৯টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হবে।

নটরডেম কম্পিউটার ক্লাব এর সদস্যদের নিরলস পরিশ্রমে শত শত শিক্ষার্থীর নিবন্ধন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে ১৭ নভেম্বর থেকে শত শত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে নটরডেম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।