Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ব্লগার অভিজিৎ হত্যার এক পলাতক আসামী গ্রেফতার রাজধানী

ব্লগার অভিজিৎ হত্যার এক পলাতক আসামী গ্রেফতার

ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনায় অংশ নেওয়া পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 

গ্রেফতার ব্যক্তির নাম আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, ওরফে সাজিদ, ওরফে শাহাদ (৩৪)। সে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। রবিবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সিটিটিসির এডিসি জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হত্যা করা হয় অভিজিৎকে। ঘটনাস্থলে উপস্থিত ছিল আবু সিদ্দিক সোহেল। সেসময় সিসিটিভি ফুটেজ দেখে ছয় জনকে শনাক্ত করা হয়েছিল। সোহেল ওরফে সাকিব তাদের একজন। তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’

আবু সিদ্দিক সোহেলকে গ্রেফতারের মাধ্যমে এই প্রথম অভিজিৎ হত্যা মামলায় জড়িত কাউকে গ্রেফতার করলো পুলিশ। এই মামলার অন্যতম প্রধান আসামি শরীফুল ইসলাম ওরফে শরীফ ওরফে হাদী গত বছরের ১৯ জুন খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।