Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ২০১৮,

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ গাজীপুর

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে নলজানী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. আফাজ  উদ্দিন (৩২)। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রুবেল (৩০) ও আলম (২৮) নামে আরও দুইজনকে আটক করেছে পুলিশ। হতাহত সবার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবী নিহত ওই যুবক ডাকাত দলের সদস্য।

গাজীপুর সদর-টঙ্গী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, ভোর রাতে নলজানী এলাকায় অস্ত্রধারী কতিপয় ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। পরে সেখানে পুলিশ অভিযানে যায়।

“এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়েতে পালাতে থাকে। এক পর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আফাজ উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার এবং পালিয়ে যাওয়ার সময় আলম ও রুবেলকে পুলিশ আটক করেছে বলে জানান সাখাওয়াত।