Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ভৈরবে যুবককে বাচাঁতে গিয়ে প্রাণ দিলেন পুলিশ কনস্টেবল কিশোরগঞ্জ

ভৈরবে যুবককে বাচাঁতে গিয়ে প্রাণ দিলেন পুলিশ কনস্টেবল

উবারেয়দ রনি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় যুবককে বাচাঁতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন  ও এক জন আহত হন।

ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান জানান, রোববার রাতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে পরিবহণ শ্রমিক ডালিমের গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী। ডালিম চিৎকার করলে পুলিশ কনস্টেবল আরিফ ছিনতাই কারীদের ধরার চেষ্টা করেন।

এসময় ছিনতাইকারীরা আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আরিফ ও ডালিমকে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । পওে আরিফকে মৃত বলে ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত কনস্টেবল আরিফুর রহমান (২৫) ময়মনসিংহের কোতোয়ালী থানার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জের ব্রীজঘাট পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

আহত ডালিম (২৩) পরিবহন শ্রমিক, সে এনা পরিবহনের সুপারভাইজার। সে কিশোরগঞ্জের বাজিতপুরের ব্রাক্ষণগাঁও এলাকার মোঃ মহসিন মিয়ার ছেলে। তাকে বাজিতপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।