Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

নিজ বাড়ি থেকে মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার ব্রাহ্মনবাড়িয়া

নিজ বাড়ি থেকে মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে নিজ বাড়ি থেকে মা ও তার তিন মাস বয়সী শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মা ফারজানা আক্তার (২২) ও ছেলে শফিকুল ইসলাম। নিহত ফারজানা আশুরাইল গ্রামের দুবাই প্রবাসী নূর উদ্দিনের স্ত্রী।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল জানান, আশুরাইল গ্রামের নূর উদ্দিনের বাড়ির আঙিনায় পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় ফারজানার মৃতদেহ ও ঘরের ভেতরে বিছানা থেকে শিশু সন্তানটির মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, শিশু সন্তানটিকে হত্যা করে বিছানায় রেখে ওই গৃহবধূ পেয়ারা গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিস্কার করে জানা যাবে।