Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

কুষ্টিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে দিশা স্বাস্থ্যসেবাকুষ্টিয়া

কুষ্টিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে দিশা

কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার মালিহাদ ইউনিয়নের মালিহাদ বাজারে এ ক্যাম্প চালু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। 

দিশা সমৃদ্ধি কর্মসূচির আওতায় এবং পিকেএসএফ এর অর্থায়নের দিনব্যাপি এ কর্মকসূচিতে প্রায় দুই শতাধিক রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন মালিহাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশা সমৃদ্ধি কর্মসূচির কো-ফোকাল পারসন আব্দুল ওয়ারেশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, মালিহাদ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই কামরুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। 

ক্যাম্পে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. এ এইচ এম মঈন উদ্দিন সিদ্দিকী (অর্থ), ডা. এসএম খসরুজ্জামান মুকুল (মেডি), ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. রাশেদ রানা। 

ক্যাম্পে দিশা ১৪জন স্বাস্থ্য পরিদর্শকের সহায়তায় মেডিসিন, ডায়াবেটিস, অর্থোপেডিকস্ রোগিদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। 

ক্যাম্পটি সার্বিকভাবে পরিচালনা করছেন খাইরুল ইসলাম ও মিরাজুল ইসলাম। 

এই বিভাগের অন্যান্য খবর