Opu Hasnat

আজ ৪ ডিসেম্বর সোমবার ২০২৩,

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ চার পুলিশসহ আহত ৭ জাতীয়যশোর

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ চার পুলিশসহ আহত ৭

যশোরে কথিত বন্দুকযুদ্ধের পর চার পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার চূড়ামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের কাছ থেকে একটি শাটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত তিন দুর্বৃত্তকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন জানান, গতকাল রাত ৮টার দিকে যশোরের ঝিকরগাছা থেকে আবদুল আজিজ নামের এক ব্যক্তিকে অপহরণ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অপহরণকারীদের ধাওয়া করে। রাত সাড়ে ১১টার দিকে চূড়ামনকাটি এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে অপহরণকারীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
হাসপাতাল সূত্র জানায়, কোতোয়ালি থানার এসআই জামাল আহত তিন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তারা গণপিটুনিতে আহত হয়েছে বলে জানান এসআই।
কর্তব্যরত চিকিৎসক হাসান শাহরিয়ার জানান, আহতদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তা গুরুতর নয়।