Opu Hasnat

আজ ২৫ আগস্ট রবিবার ২০১৯,

হবিগঞ্জে নৌকা ডুবে নিহত ৩ হবিগঞ্জ

হবিগঞ্জে নৌকা ডুবে নিহত ৩

হবিগঞ্জ সদর উপজেলায় খোয়াই নদীতে নৌকা ডুবে ৩জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫জন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মানিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় খোয়াই নদীর লম্বাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, শহরের চৌধুরী বাজার থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা সিমেন্টের ওপর ৩০ জন যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল। অতিরিক্ত বোঝাই হওয়ায় নৌকা ডুবে যায়। দুর্ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান। এছাড়া আরও পাঁচজন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতদের মধ্যে দুইজন হলেন - সদর উপজেলার দৌলতপুর গ্রামের বিধবা রানী সরকার (৪৬) ও মুক্তারানী দাশ (৮)। পুলিশ অন্যজনের পরিচয় জানাতে পারেনি।