Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ভালো শিক্ষকের বিকল্প নেই: নুরুল ইসলাম নাহিদ জাতীয়রাজনীতি

ভালো শিক্ষকের বিকল্প নেই: নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। বিশেষ করে প্রাথমিক শিক্ষকগণের হাতেই শিক্ষার্থীদের জীবনের ভীত রচিত হয়। শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে ভালো শিক্ষকের বিকল্প নেই। শিক্ষকদের যথাযথা মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। যে সমাজে গুণীজনদের সম্মান করা হয়না, সে সমাজে গুণ জন্ম হয়না। তিনি আরো বলেন, বিদায়ী শিক্ষকগণ দীর্ঘ শিক্ষকতার জীবনে দক্ষতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের নিজে সন্তানের মত মনে করে কমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দিয়েছেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে গেছেন। তাই আজ আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি।

উপজেলা পরিষদের হল রুমে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে বিগত ১০ বছরে অবসর গ্রহণকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খান এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোন্তাকিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিরাজুল জব্বার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এম.এ ছালিক, দপ্তর সম্পাদক আলী আকবর ফখর, সহ-প্রচার সম্পাদক জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা সুফিয়ান আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তাহের উদ্দিন তাজ্জুব, উপজেলা যুবলীগ নেতা আজমল হোসেন মনি, এনাম উদ্দিন, তারেক আহমদ, সামসুল ইসলাম সমস, পৌর ছাত্রলীগ সভাপতি কামরান আহমদ, সহ-সভাপতি সুমন আহমদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দীপন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা ছাত্রলীগ নেতা আলী হায়দার শিপলু, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ ইমরান, এমাদুল ইসলাম, রনি, লিটন আহমদ প্রমুখ।