Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

গুগলের সিইও ভারতের সুন্দর পিচাই তথ্য ও প্রযুক্তি

গুগলের সিইও ভারতের সুন্দর পিচাই

ইন্টারনেট জায়ান্ট গুগলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ভারতের সুন্দর পিচাইয়ের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের কাছ থেকে এ ঘোষণা আসে। এর আগে ৪৩ বছর বয়সী সুন্দর গুগলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

মঙ্গলবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, প্রতিষ্ঠান পুনর্গঠনের অংশ হিসেবে এর শীর্ষ পদে পরিবর্তন এনেছে গুগল।

এতে আরও বলা হয়, অ্যালফাবেট ইনকরপোরেশন নামে একটি নতুন মাদার কোম্পানি এনেছে গুগল। এখন থেকে ওই মাদার কোম্পানির অধীনে কাজ করবে গুগল। অ্যালফাবেটের সিইও হচ্ছেন গুগলের বর্তমান সিইও ল্যারি পেজ। আর এর প্রেসিডেন্ট হিসেবে থাকবেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন।

১৯৭২ সালে ভারতের চেন্নাইতে জন্ম সুন্দর পিচাইয়ের। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়কপুর থেকে প্রযুক্তি বিষষে স্নাতক সুন্দর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএস ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন।