Opu Hasnat

আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৩,

ব্রেকিং নিউজ

জামালপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত জামালপুর

জামালপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর শহরের একটি অরক্ষতি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত ও একজন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর জিআরপি’র ওসি নাসিরুল ইসলাম মজুমদার জানান, বুধবার সন্ধ্যায় অটোরিকশাটি চন্দ্রা রেলক্রসিং পার হওয়ার সময় দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রেনের চাকায় কাটা পড়ে সদর থানার ঝাড়ুদার ছানোয়ার হোসেন (৩৮) ও রশিদপুর গ্রামের আটোচালক আব্দুর রহিম (৪০), চন্দ্রা গ্রামের মীর হোসেন, ইন্তাজ আলী (৬৫) জামালপুর জেনারেল হাসপাতালে এবং শহরের কম্পপুরের হোসেন আলী, সালেহা বেগম (৪৫) ও ফরিদুল (৪৫) ময়মনসিংহ মেডিক্যালে নেওয়ার পথে মারা যান।

গুরুতর আহত গুনু মিয়াকে ময়মনাসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি নিহতের প্রত্যেক পরিবারের জন্য ১০ হাজার টাকা করে অনুদানের ঘোষনা দেন।