Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

অনুবাদের অ্যাপ আনল মাইক্রোসফট তথ্য ও প্রযুক্তি

অনুবাদের অ্যাপ আনল মাইক্রোসফট

অনুবাদের জন্য বিশেষ অ্যাপ তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। বিভিন্ন ধরণের ডিভাইসে ব্যবহারযোগ্য এই অ্যাপ ৫০টি ভাষায় অনুবাদ করতে সক্ষম, যেখানে গুগলের অনুবাদ অ্যাপ সাপোর্ট করে ২৭টি ভাষা। এ বিবেচনায় এই অ্যাপ দিয়ে গুগলকে আরো একদফা টেক্কা দিল মাইক্রোসফট।
‘মাইক্রোসফট ট্রান্সলেটর’ রাখা হয়েছে এই অনুবাদ অ্যাপের নাম। আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ফোন, ট্যাবলেট তো বটেই অ্যাপেলসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচেও এই অ্যাপ ব্যবহার করা যাবে।
মাইক্রোসফট জানিয়েছে, উচ্চারণ কিংবা টাইপ করে ট্র্যান্সলেটর অ্যাপে শব্দ বা বাক্য ইনপুট দিতে হবে। এরপর দ্রুত সময়ে অ্যাপটি শব্দ বা বাক্য অনুবাদ করে প্রথমে স্ক্রিনে শো করবে এবং পরবর্তীতে শব্দ করেও তা বলবে। অ্যাপ থেকে লেখা কপি-পেস্ট করে অন্য অ্যাপেও নেয়া যাবে।