Opu Hasnat

আজ ১৭ ফেব্রুয়ারী সোমবার ২০২০,

ছাতকে ২৮ ইঞ্চি উচ্চতার ২৬ বছরের ওয়াসিম মিয়া ভিক্ষা ভিত্তি ছাড়তে চায় সুনামগঞ্জ

ছাতকে ২৮ ইঞ্চি উচ্চতার ২৬ বছরের ওয়াসিম মিয়া ভিক্ষা ভিত্তি ছাড়তে চায়

ছাতক পৌরশহরের বিভিন্ন গলিতে স¤প্রতি ভিক্ষা করছে এক যুবক। গতকাল শনিবার সকালে এ প্রতিবেদকের চোখে পড়ল শহরের একটি গলির এক জায়গায় সামনে একজন খাটো যুবক তার পিছনে রয়েছে শিশু কিশোর বৃদ্ধ সহ নানা বয়সী পথচারী লোকজন। পথচারীরা তার পিছু নিয়ে এতই ভিড় করছে যে, এত খাটো মানুষটি একনজর না দেখলেই নয়। এ খাটো মানুষটির সাথে আলাপ হলে সে জানায় শারীরিক প্রতিবন্ধি হওয়ায় কোন কাজ করতে পারে না। একদিন হেঁটে হেঁটে ভিক্ষা করার পর ১ মাস ঘরে বসে বিশ্রাম নিয়ে শরীরের ব্যাথা ছাড়লে আবার ভিক্ষায় বের হতে হয়। ২৮ ইঞ্চি উচ্চতার ২৬ বছরের এ যুবকের নাম ওয়াসিম মিয়া, সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মলি­কপুর গ্রামের মৃত রহিম উল্যার ছেলে। ওয়াসিমের আর্তনাদ সমাজের বিত্তবান কোন ব্যক্তি সহযোগিতায় এগিয়ে আসলে ভিক্ষা ভিত্তি ছেড়ে অন্য একজন সুস্থ মানুষের মত জীবন যাপন করা এবং কোন হৃদয়বান ব্যক্তির মাধ্যমে গৃনেজ বুকে নাম লিখাতে চায়। 

 

এই বিভাগের অন্যান্য খবর