Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

নড়াইল সাংবাদিক ইউনিটি’র সাথে খুলনার ডিআইজি’র মতবিনিময় মিডিয়ানড়াইল

নড়াইল সাংবাদিক ইউনিটি’র সাথে খুলনার ডিআইজি’র মতবিনিময়

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সাথে খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ দিদার আহম্মেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে জেলার সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দিদার আহম্মেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নড়াইলকে শতভাগ মাদক মুক্ত করতে আমাদের অভিযান চলছে। মাদক মুক্ত নড়াইল গড়তে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এ সময় তিনি সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান। 

তিনি আরও বলেন, নড়াইল জেলা পুলিশ সুপারের তৎপরতায় মাদক এবং জঙ্গিসন্ত্রাস এখন শূণ্যের কোঠায়। আমরা শতভাগ মাদক ও জঙ্গিবাদ মুক্ত নড়াইল জেলা ঘোষনা করতে সাংবাদিকসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। 

অনুষ্ঠানের শুরুতে দিদার আহম্মেদকে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান (বিপিএম), নড়াইল জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম (পিপিএম), নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি সৈয়দ শওকাত আলী, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জামি, লোহাগড়া সাংবাদিক ইউনিটির সভাপতি মো. ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আশরাফ ও সদস্য মো. জাহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান সাগর, মো. রাকিবুল ইসলাম প্রমুখ।